ওমর ফারুক

ওমর ফারুক, বার্তা সম্পাদক:

নরসিংদীতে আল ইসলাহ উলামা পরিষদ, নরসিংদী এর ব্যানারে কুরআন পুড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নরসিংদী প্রেসক্লাবের সামনে সকাল আনুমানিক ১০.টায়।

গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স এর প্রিন্সিপাল মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ও মাওলানা সলিমুল্লা আজিজ এর পরিচালনায় বক্তব্য রাখেন আল ইসলাহ উলামা পরিষদ, নরসিংদী’র শুরা সদস্য মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবুল খায়ের, মুফতি নাসিরুদ্দিন, মুফতি যোবায়ের আহমদ ভৈরবী, মুফতি আলী হোসাইন।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতি মফিজুল ইসলাম, সাংবাদিক হাবিবউল্লাহ প্রমূখ।
উল্লেখ্য, গত ২৯ জুনে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আজহার দিনে সুইডিশ আদালতের অনুমতি নিয়ে সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনের পাতা ছিড়ে তাতে লাথি মেরে আগুন ধরিয়ে দেয়া হয়।

যাতে সমস্ত মুসলিম বিশ্ব প্রতিবাদে মেতে উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক বিশ্ব নেতৃবৃন্দ নিন্দা প্রস্তাব জানিয়েছেন।