ওমর ফারুক
শেখ মাসুদ পারভেজ, (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্যার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্যা মোবাইলে টাকা রিচার্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশী মৃত গফ্ফার মোল্যার ছেলে শান্ত মোল্যার সাথে কথাকাটাকাটি হয় মহব্বতের।
মহব্বত বাড়ি ফিরে তার বাবাকে এ বিষয়ে জানালে সিরাজুল ইসলাম শান্তকে ডেকে ঘটনার বিষয় জানতে চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পযর্য়ে হাতাহাতি হয়।
পরে শান্ত ক্ষিপ্ত হয়ে ৮/১০ জন লোক নিয়ে সিরাজুল ইসলামের ওপার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।তাদের হাতে থাকা রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সিরাজুলকে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত পলাতক রয়েছেন।
মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

