
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে এবং পিকনিক এর নৌকায় উচ্চস্বরে গান বাজনা বাজানো এবং অশ্লীল কার্যকলাপ করায় ১,৭৬,০০০/-( এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৪ই জুলাই মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়া কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে দুটি হাসপাতাল কালিগঞ্জ সদরে একটি হাসপাতাল এবং তুমুলিয়া ভূমি অফিস সংলগ্ন ১টি পিকনিক এর নৌকায় মোবাইল কোট পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ০২ টি মামলা ১,৫০,০০০/- দি মেডিক্যাল প্রাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরি অরডিন্যান্স ১৯৮২ এর ০৯ ধারায় ১ টি মামলায় ৫০০০/- এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় ০৬ টি মামলায় ২১,০০০/- জরিমানা এবং ০৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড
কারাদণ্ড : ০৩ জন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুর এ এলাহী, বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশ এ.এস.আই আমির হোসেন এবং সঙ্গীয় ফোর্স ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.