
স্টাফ রিপোর্টার:
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),নরসিংদী জেলা শাখার সভানেত্রীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ০৪/০৭/২০২৩ ইং তারিখ দুপুরে নরসিংদী পুলিশ লাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নরসিংদী জেলার সভানেত্রী আলেয়া ফেরদৌসি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন,কাজী আশরাফুল আজীম,পিপিএম,পুলিশ সুপার,নরসিংদী। অনুষ্ঠানে নরসিংদী জেলায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও কর্মকর্তাগণের সহধর্মিনীগণ এবং পুনাক, নরসিংদী জেলার সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নরসিংদী জেলার কর্মকর্তা ও কর্মকর্তাগণের
সহধর্মিনিগণ বিগত দিনের পুনাক এর মহতি কাযর্ক্রম তুলে ধরে বক্তব্যে রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় পুনাক নরসিংদী জেলার সভানেত্রী আলেয়া ফেরদৌসি বলেন, পুনাক নিজস্ব গন্ডির বাইরে বেরিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং পুনাক এর এ চেষ্টা চলমান আছে। । এছাড়া, নরসিংদীতে বৃহত্তর পরিসরে নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালন করছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি পুনাক নরসিংদী জেলার সকল সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বিধায়ের প্রাক্কালে পুনাক নরসিংদী সদস্যদের সাথে মত বিনিময় করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.