ওমর ফারুক
মো. হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
“ভরা থাক স্মৃতিসুধায়,হৃদয় পাত্রখানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে আজ বুধবার (০৫ জুলাই ) পুলিশ লাইন্স ড্রিলশেডেনুরজাহান ইসলাম, সভানেত্রী, পুনাক, ভোলা ও সহধর্মিনী পুলিশ সুপার, ভোলা এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বদলিজনিত বিদায়ে পুনাকের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুনাক সভানেত্রী। উপস্থিত সকলের বক্তব্যে বিদায়ী সভানেত্রীর শ্রম মেধা ও ত্যাগের সাফল্যমন্ডিত কর্ম ও পুনাক ভোলার সৃজনশীল পরিবর্তনের কথা উঠে আসে এবং একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকস সভানেত্রীর পাশাপাশি পারিবারিকভাবেও একজন সফল সহধর্মিণী ও মা হিসেবে আলোচিত হন।
সংবর্ধনায় বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা সূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় সেতু হাওলাদার, সহ-সভানেত্রী, পুনাক, ভোলা সহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ভোলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

