সম্পাদক
নিউজ ডেস্ক:
পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে-কমছে কাঁচা মরিচের দাম। ক্রমেই সেটি সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। কাঁচা মরিচের দামের ঝাঁজে অস্থির কাঁচাবাজার।
এমন অবস্থায় কাঁচা মরিচের প্রকৃত দাম দেখতে ও নিয়ন্ত্রণে রাখতে বুধবার (৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা মরিচের আড়তে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কারওয়ান বাজারের কাঁচা মরিচের আড়ত ঘুরে দেখা গেছে, একই মরিচ একজন ৩০০ টাকা, অন্যজন ৩২০ টাকা এবং আরেকজন ৩৫০ টাকা দাম হাঁকছেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, আজকে উদ্দেশ্য ছিল মরিচগুলো কোথা থেকে আসছে, কেমন দামে আসছে এবং সেগুলো এখানে এসে কত দামে বিক্রি হচ্ছে ও এই প্রক্রিয়ার মধ্যে কোনো কারসাজি আছে কি না সেটি খতিয়ে দেখা।
তিনি আরও বলেন, সরেজমিন দেখার পর এই বিষয়ে একটি প্রতিবেদন অফিসে জমা দেওয়া হবে। তার ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারিত হবে।
এ সময় পাইকারি বিক্রেতাদের কাছে কাঁচা মরিচ ক্রয়ের চালান না থাকায় তাদেরকে সতর্ক করা হয়।

