সম্পাদক
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রেনিং অন জেন্ডার রেস্পন্সিভ কনসেপ্ট সার্ভিস এন্ড বাজেট ট্রেনিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার ০৫ ও ০৬ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ডাকবাংলোতে ইউএসএস ও একশন এইড বাংলাদেশ এর আযোজনে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ জেন্ডার রেসপন্সিভ পাবলিক সার্ভিস ও বাজেট ট্র্যাকিং বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে যুব ও নারী বান্ধব জনসেবা এবং বাজেট মনিটরিং কৌশল সম্পর্কে যুবদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি হবে। যাতে করে যুবরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ফলপ্রসু এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনায় সক্ষম হবে। এর ফলে জনবান্ধব কর্মসূচি প্রণয়ন বা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সকল পর্যায়ের জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উদয়াঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস)এর প্রজেক্ট অফিসার রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার লুৎফর রহমান রাফিন,ইনেস্প্রিরেটর জিনাত রহমান মেলোডি, মাহফুজার রহমান দরদ, শাকিলা আক্তার শান্তা, অ্যাসোসিয়েট ট্রেইনার জিপি এ শাহিন আলম। প্রশিক্ষণার্থী হিসেবে বক্তব্য রাখেন, আব্দুর রহিম মিয়া ও মরিয়ম খাতুন।

