সম্পাদক
নিউজ ডেস্ক:
বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনকে জোরদার করতে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে সমমনাদের মাঝে।বুধবার (৫ জুলাই) বিকেলে বৈঠক হওয়ার কথা থাকলেও বিএনপির আভ্যন্তরীণ কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এরই অংশ হিসেবে দলটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ‘যৌথ রূপরেখা’ নিয়ে উভয় দলের মধ্যে আলোচনা হবে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
গণতন্ত্র মঞ্চের একজন দায়িত্বশীল নেতা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০ জুলাই বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে যৌথ রূপরেখা ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যা থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
সমমনা জোটের পক্ষে এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১১টি রাজনৈতিক দলের মধ্যে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডলসহ নেতারা উপস্থিত ছিলেন।
পরে সংবাদিকদের সঙ্গে ফখরুল বলেন, অতি শিগগিরই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আন্দোলনে সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে।

