ওমর ফারুক

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:

ভােলার চরফ্যাশনে বােনের বাসা থেকে দাওয়াতে
অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে মােটরসাইকেল
থেকে ছিটকে পড়ে রুবেল হােসেন (২৬) নামে এক
যুবক নিহত হয়েছেন।


আজ (০৬ জুলাই) বিকেলে উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট এলাকায় ব্রিজে মােটরসাইকেল নিয়ে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল পাশ্ববর্তী লালমােহন উপজেলার লালমােহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মৃত শাহজাহানের ছেলে।


দুলারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনােয়ারুল বলেন, এবিষয়ে কারাে কোনা অভিযােগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।