
ওমর ফারুক, বার্তা সম্পাদক:
বৃহস্পতিবার (৬ জুলাই, ২০২৩খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল ইউনিট ইনচার্জদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মোঃ মেসবাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) এস এম আসিফ আল হাসান-সহ কোট পুলিশ পরিদর্শক, ডিআইও (১), আরআই, পুলিশ লাইন্স, ওসি ডিবি, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন), সকল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.