ওমর ফারুক

মো. হাছনাঈন, তজুমদ্দীন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপীঠ চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুলাই রোজ শনিবার সকাল ১১ঘটিকায় মাদ্রাসায় তজুমদ্দিন উপজেলার সকল মাদ্রাসার আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম। সভাপতিত্ব করেন চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন চাঁপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।

এসময়ে আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।