
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি পরিচিতি সভা আজ রোজ রবিবার বেলা ০৩ ঘটিকার সময় জামালপুর ইউনিয়ন এর নূবহা জেনারেল হাসপাতালে তৃত্বীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।এসময় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক সাজিদ দেওয়ান।
বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা'র পরিচিতি সভায় বাংলাদেশ প্রেস ক্লাব এর কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মুক্তাদির হোসেন এর সঞ্চলনায় কালীগঞ্জ উপজেলা শাখার কমিটির পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়েছে। কমিটি পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা বিভাগের সভাপতি, আবু মুসা খান( রানা) উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবা উদ্দিন সরকার, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখা, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইব্রাহিম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাকারিয়া আল মামুন বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মিলন মিয়া,ব্যবস্পক নূবহা জেনারেল হাসপাতাল। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী মনজুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত খন্দকার, আইন বিষয়ক সম্পাদক এড: সাদেকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মুনকির হোসেন।
বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জে উপজেলা শাখার প্রথম অধিবেশনে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভাটি সমাপ্ত ঘোষণা করেন। গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার এর অনুরোধ কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া আল মামুন। কমিটির পরিচিতি সভা শেষে পরন্ত বিকেলে শীতলক্ষ্যা নদীতে এক আনন্দ ঘন পরিবেশে এক নৌকা ভ্রমন এর আয়োজন করা হয়। জামালপুর গুদারা ঘাট হইতে চরশুন্দুর ব্রিজ পর্যন্ত নৌকা ভ্রমন করে জামালপুর গুদারা গাটে এসে নৌকা ভ্রমন শেষ হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.