সম্পাদক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে জেলা শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল এলাকার মো. মুখলেছুর রহমানের ছেলে বাদল রহমান। তবে তিনি জেলা শহরে বসবাস করতেন।

বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন জানান, গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে হাঁটতে বের হয়ে আর বাসায় ফেরেননি বাদল রহমান। আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আতাউর রহমানের দাবি, তার ভাইকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।

বাদল রহমানের স্ত্রী আয়েশা আহমেদ বলেন, ‘গতকাল রাতে তিনি বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। ফিরতে দেরি হওয়ায় তার ফোন নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।’ তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার সাথে এ বিষয়ে তিনি কোনো কিছু শেয়ার করেননি।’ খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসপি মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ করে। তার পকেট থেকে মোবাইল, মানিব্যাগ, চশমা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’