সম্পাদক

মোঃ কামাল হোসেন,আন্দুলবাড়ীয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বেলা ১০ টায় জীবননগর উপজেলা পরিষদের শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে এই শপথ অনুষ্ঠান আয়োজিন করা হয়।

এসময় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের আহবায়ক ডা.মীর আনিছুজ্জামান আনিসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন মো জাকির হোসেন মোড়ল, উপজেলা সমাজ সেবা অফিস, মোঃ মিজার, উপজেলা নির্বাচন অফিসার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহমুদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক সালাহ উদ্দিন কাজল, সাংবাদিক আকিমুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ।

শপথ বাক্য গ্রহণ করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নারায়ণ ভৌমিক, সহ-সভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, সাধারণ সম্পাদক মোঃ দাউদ হোসেন, সহ – সাধারণ সম্পাদক দেওয়ান ইয়াসিন উল্লাহ, কোষাধাক্ষ্য মুহাম্মদ মামুন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খাজির আহম্মেদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রোপন, কার্যনির্বাহী সদস্য মোঃ নাঈমুর রহমান খান, মাহামুদুল ইসলাম দিনার, মোঃ কামাল হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, গত ১৬ জুন আহবায়ক কমিটির উদ্যোগে সকলের সম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি গঠণ করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা সহ অত্র আন্দুলবাড়ীয়ার বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।