
নিউজ ডেস্ক:
সোমবার (১০ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে প্রতীম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২১৬ জন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।
নির্বাচনী ফলাফলে জানা যায়,গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। আর ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনজন। তারা হলেন- সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ।
সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী হলেন- যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান।
উচ্চতর পরিষদ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৮ জন জয়ী হয়েছেন। তারা হলেন- আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজীব, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.