
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জে হাওর উপজেলা ইটনার বলদা ঘাটে নিখোঁজের প্রায় দু'দিন পর জাহাজের বৃদ্ধ মাঝির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। গত ১০ জুলাই (সোমবার) আনুমানিক রাত ৭টার দিকে এই দূর্ঘটনা টি ঘটে।
১২ জুলাই সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার মোঃ মনডান মিয়ার ছেলে মোঃ মসলিম (৫০)। জানা যায়, বাল্কহেড টি পাথর বোঝাই অবস্থায় সুনামগঞ্জ থেকে নান্দাইল উপজেলার তারা বাজার যাচ্ছিলো। তখন নদীর তীরে আটক হয়ে যায়। বাল্কহেড টি ছাড়ানোর সময় বৈঠার আঘাত খেয়ে মুসলিম পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটনা ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরী দল। প্রায় দু'দিন ধরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট উদ্ধার অভিযান চালিয়েও লাশটি ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ আমিনুর রহমান জানান, গতকাল সারাদিন উদ্ধার অভিযান চালিয়ে রাতে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রেখে ছিলাম। আজকে আবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছি। হাওরে বাতাস আর নদীর প্রচুর স্রোতের কারনে কাজ করতে অসুবিধা হচ্ছিলো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.