
নিউজ ডেস্ক:
১৫ জুলাই এক প্রজ্ঞাপনে দেশের আরও চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর জেলা প্রশাসক ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় বদলি করা হয়েছে।
এছাড়া, ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও শরীয়তপুরের জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ভোলায় বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নিয়ে চলতি জুলাই মাসেই ৩২ জেলায় জেলা প্রশাসক রদবদল করল সরকার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.