ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভােলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাে. হেলাল উদ্দিন নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত হেলাল উদ্দিন উখিয়া রােহিঙ্গা ক্যাম্পের মো. হোসেন আহম্মেদের ছেলে।
সােমবার (১৭ জুলাই) সকালে ভােলা সদর
উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে
আটক করা হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাে. গোলাম মােস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় লঞ্চঘাটের পল্টুন থেকে হেলাল উদ্দিন নামে ওই রােহিঙ্গা তরুণকে আটক করা হয়। আটক করে তার কাছ থেকে ১ হাজার ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়
বলেও জানান তিনি।
আটককৃতের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

