
শেখ মাসুদ পারভেজ শামীম, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগীয়া গ্রামে শহীদ ইদ্রিস ক্লাব আয়োজিত প্রথম সৈয়দ সাখাওয়াত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
আজ ১৭ জুলাই ২০২৩ যোগিয়া শহীদ ইদ্রিস ক্লাব মাঠে খেলার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য,মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল আলম কচি, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার মান্নান মৃধা,১০ নং কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম আসলাম হোসেন টুটুল,মফিজ উদ্দিন ঠাকুর,বিএম হুমায়ুন কবির,গাজী আকরাম হোসেন, সৈয়দ মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন যোগিয়া শহীদ ইদ্রিস ক্লাব এবং ইতনা ফুটবল একাদশ।
খেলায় যোগিয়া শহীদ ইদ্রিস ক্লাব ৩-০ গোলের ব্যবধানে
ইতনা ফুটবল একাদশকে পরাজিত করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.