ওমর ফারুক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সাহেবের সহোদর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিঠামইনে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সাহেবের একান্ত সচিব ছিলেন। তিনি ২০২০ সনের এই দিনে করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন।
সোমবার মিঠামইন উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: শাহজাহান মিয়া, বনিক সমিতির সভাপতি আহামদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মাইনউদ্দীন খন্দকার( প্রচার সম্পাদক), মোশাররফ হোসেন ডালিম, কাউছার আহমদ পাভেল, মো: হাসান উল্লাহ, মো: জাহাঙ্গীর মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ অংশ নেয়।

