ওমর ফারুক
মোঃ সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:
সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি’- এমন প্রত্যয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে হ্যান্ড মাইকিং ও লিফলেট বিতরণ করেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম।
সোমবার ( ১৭ জুলাই ) জনসচেতনতা সৃষ্টির লক্ষে নরসিংদী জেলা সদর হাসপাতালে হ্যান্ড মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মাহামুদুল কবীর বাসার।
আরো উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর সভার মেডিকেল অফিসার ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক অপু, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় সাহা সহ সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী।
বর্তমানে ঢাকার পাশাপাশি এর পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে ও এর ব্যাপকতা ছড়িয়ে পড়তে পারে। যার কিছুটা হলেও দেখা যায় নরসিংদী সদর হাসপাতালে ভিতরে। আর তাই গণসচেতনতা সৃষ্টির লক্ষে সিভিল সার্জনের এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছেন সচেতন মহল।

