
শেখ মাসুদ পারভেজ, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে শেখ হাসিনার পদত্যাগসহ নিদর্লীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে নড়াইলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯জুলাই) জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকশী বাজার থেকে এ পদযাত্রা শুরু হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়।
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা যুব দলের সভাপতি মশিউর রহমান ,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ জেলা-উপজেলার নেতারা। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ সংসদ ভেঙ্গে নিদর্লীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠা করে নির্বাচনের দাবি জানান
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.