
নিউজ ডেস্ক:
ক্রিমিয়া অধিগ্রহণের পরে তার ভূখণ্ডের সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করতে একটি সেতু তৈরি করেছে মস্কো। গত ১৭ জুন রাতভর সেই সেতুতে হামলা চালাল ইউক্রেনীয় নৌবাহিনী ও এসবিইউ নিরাপত্তা বাহিনী। ইউক্রেনেরই একটি সূত্রে প্রকাশ্যে এসেছে এই খবর। ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বাহিনীরই একটি সূত্র হামলা সম্পর্কে জানিয়েছে। এক কর্মকর্তা বলেন, ‘‘সেতুর কাছে পৌঁছনো বেশ কঠিন ছিল। কিন্তু শেষমেশ সফল হই।’’
রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী কের্চ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এই পথেই ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। গত বছর অক্টোবর মাসে ট্রাক বোমায় আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেতুটি। এই হামলার জন্য ইউক্রেনের দিকে আঙুল তুলেছিল মস্কো। কিন্তু অভিযোগ অস্বীকার করে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোল্যাকও টুইটারে জানিয়েছেন, ‘‘এটি একটি বেআইনি অবকাঠামো, গণহত্যার জন্য ও রুশ অস্ত্র পাঠানোয় ব্যবহার করা হত। এর আয়ু তো কম হবেই।’’
দক্ষিণ রাশিয়ার বেলগোরোদের গভর্নর ব্যাচিস্লাভ গ্ল্যাডকোভ জানিয়েছেন, আজ ক্রাইমিয়া সেতুর হামলায় এক কিশোরী জখম হয়েছে। তার মা-বাবা মারা গিয়েছেন হামলায়। তাঁরা একটি গাড়িতে ছিলেন। গ্ল্যাডকোভ বলেন, ‘‘সবচেয়ে ভয়াবহ, মা-বাবা দু’জনেই প্রাণ হারিয়েছেন।’’ গাড়ির নম্বর দেখে মেয়েটির আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। জখম কিশোরীর চিকিৎসা চলছে। ডাক্তারেরা জানিয়েছেন, আঘাত খুব গুরুতর নয়। পরিস্থিতি স্থিতিশীল। গ্ল্যাডকোভ বলেন, ‘‘আমাদের তরফ থেকে সহানুভূতি জানানো হচ্ছে। যদিও কোনও শব্দই এই ক্ষত পূরণ করতে পারবে না।’’ ক্রিমিয়া সেতুর হামলা নিয়ে ক্রেমলিনের তরফে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি। খবর: আনন্দবাজার
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.