সম্পাদক
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন। সরকারীকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীয়করণ বিধিমালা -২০১৮ এর আলোকে সদ্য সরকারিকৃত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান অবসর জনিত কারনে দায়িত্বভার হস্তান্তর করেন।
সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ না থাকায় বিধিমোতাবেক গত ১৮ জুলাই ২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কলেজের জ্যেষ্টতম শিক্ষক মোঃ ইসমাইল হোসেন (৪১৬৮৯৯) কে পরবর্তী অধ্যক্ষ না হওয়া পযর্ন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। তিনি ২৩ এপ্রিল ১৯৯৭ সালে কালীগঞ্জ শ্রমিক কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে যোগদানে করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পূর্ব পযর্ন্ত তিনি উক্ত কলেজের সহযোগী অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

