ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

২০ জুলাই বৃহস্পতিবার আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জিয়াউল মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সহকারী প্রধান সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার প্রধান শিক্ষক আতাউর রহমান, ওয়েস্টার্ন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব সোহেল ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শবান জাতি গঠনে আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ নিরলস চেষ্টা ও কাজের মাধ্যমে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে যে ধরনের মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার পদক্ষেপ নেয়া হয়েছে আদর্শ একাডেমী সেক্ষেত্রে চমৎকার ভূমিকা রেখে যাচ্ছে।

এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মন্ডলী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক ইব্রাহিম সবুজ, মনির উদ্দিন, মিজানুর রহমান ও ইমাম হোসেন প্রমুখ।