
অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনে ২/১ জন করে সনাক্ত ডেঙ্গু রোগী। এখনই সচেতন না হলে পরিস্থিতির অবনতি হতে পারে।
মশার বিস্তার রোধে পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিং ছাড়া আর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখন পর্যন্ত।
এখন ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এদের বেশিরভাগই ঘরে বসে চিকিৎসা নিচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরনিয়ে আসা আক্রান্ত রোগীদের মধ্যে গত এক সপ্তাহে প্রতিদিনই দুই/এক জনের ডেঙ্গু পজেটিভ হয়েছে।
২০ জুলাই ডেঙ্গু সনাক্ত হয়েছে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের আমিনুল ইসলাম (১৯), রফিকুল ইসলাম (৫২) এবং বিকপাশা গ্রামের মো. জসিম (২৮) নামে ৩ জনের।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মেহেদী হাসান এ ব্যাপারে বলেন এই সপ্তাহে প্রতিদিনই ২,১ জন করে ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। আজ ২০ জুলাই ৩২ জন রোগীর মধ্যে ৩ জনের ডেঙ্গু পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার রাসেল ঢালীর কাছে ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। ইতোমধ্যে নলছিটি মেডিকেলে ৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বর্তমানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে জনসচেতনার পাশাপাশি পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হব। এবং কোথাও পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
কোন ব্যাক্তি জ্বরে আক্রান্তা হলে প্যারাসিটামল ট্যাবলেটের পাশাপাশি প্রচুর পরিমান তরল খাবার দিতে হবে।
নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খান বলেন জন সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে সাথে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। আগামী শনি/রবিবার থেকে ঝোপ-জঙ্গল পরিস্কার ও স্প্রে করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ বলেন তিনি পৌর মেয়র মহোদয়কে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেকেও চিঠি দেয়া হচ্ছে। নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা এবং সচেতনতার বিকল্প নেই।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.