
জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে,
সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামপুর থানা শাখা কর্তৃক আয়োজন করে বৃক্ষরোপন কর্মসূচি অভিযান।
শুক্রবার (২১ জুলাই) বাদ জুম্মা ইসলামপুর থানা শাখার অফিসের সামনে গাছ বিতরন এবং বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
এ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন জামালপুর জেলা শিবির সভাপতি আহমাদ সালমান।বৃক্ষরোপন কর্মসূচিতে ছিল-গাছ লাগানো, সকল জনশক্তিকে একটি করে গাছ উপহার,বৃক্ষ নিধর রোধে জনসচেতনতা তৈরি।সবাইকে ফলজ,বনজ এবং ঔষধি গাছ কমপক্ষে একটি করে রোপনের পরামর্শ ইত্যাদি।
বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইসলামপুর থানা শিবির সভাপতি আহসান উল্লাহ,প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সভাপতি আহমাদ সালমান,আরো যারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি জুনাইদ আল হাবিব,অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন,সাহিত্য সম্পাদক আলিফ হোসেন সিয়াম,ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.