
ওমর ফারুক, বার্তা সম্পাদক:
২১ জুলাই শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা শাখা শিবপুর উপজেলার আয়োজনে এফ এন্ড এফ রেষ্টুরেন্টে শিবপুরে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থা শিবপুর উপজেলা কমিটি, পর্যায়ক্রমে অতিথিদের বক্তব্যের পর তাদের হাতে উপজেলা কমিটি সম্মাননা স্মারক প্রদান করেন।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর সভাপতি মোঃ কলিম উদ্দিন ভূইয়া এর সভাপতিত্বে উদ্ভোধক হিসাবে নরসিংদী পল্লী বিদ্যুত সমিতি এর ঠিকাদার মফিজ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের আহবায়ক ও স্পেন প্রবাসী আবু বকর তামিম, নরসিংদী জজকোর্টের এপিপি এড. মনিরুজ্জামান মোল্লা প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু উন্নয়ন সংস্থা এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম ফরাজী সাহেব, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মানিক মিয়া, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক, কবি আসাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নরসিংদী সদর উপজেলার সাধারণ সম্পাদক গাজী ইসমাইল ভাওয়ারী।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা শাখা উপদেষ্টা আসলাম ভুইয়া, সভাপতি মিজানুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক অলি উল্লাহ মিয়া।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.