সম্পাদক

মোঃ হাছনাইন,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

শুক্রবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের আজাহার মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত বর হযরত আলী জানান, পারিবারিকভাবে তামান্নার সঙ্গে তার বিয়ে হয়। আজ শুক্রবার দুপুরে ৪০ জন বরযাত্রী কনে বাড়ির বৌভাত অনুষ্ঠানে যোগদান করেন। খাওয়া-দাওয়া শেষে কনেকে তার খালাতো দুলাভাই কোলে নিয়ে মাইক্রোবাসে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু বর সে প্রস্তাব প্রত্যাখান করে কনেকে হাঁটিয়ে গাড়িতে তুলেন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।আহত সাত জন ভোলা সদর হসপিটালে ভর্তি।

কনে তামান্না বেগম (১৮) ওই বাড়ির আবুল খায়েরের মেয়ে এবং বর হযরত আলী (২৫) ভেদুরিয়া ইউনিয়নের টেকেরহাট এলাকার আমির হোসেনের ছেলে। সদর থানার (ওসি) শাহীন ফকির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।