সম্পাদক

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে অবৈধভাবে শীতলক্ষ্যা দখল করে জেডি নির্মাণ কাজ করায় দুই লক্ষ দুই শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশনায় ২৪ শে জুলাই সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়া মোবাইল কোট পরিচালনা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং দণ্ডবিধি ১৮৬০ এ কালীগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেডকে দুই লক্ষ টাকা জরিমানা টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট জনাব উম্মে হাফছা নাদিয়ার সাথে সর্বক্ষন ছিলেন বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ মকবুল হোসেন।

উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন মোক্তারপুর ইউপি ০৮ নং ওয়ার্ড সদস্য শামসুল আলম কালীগঞ্জ থানার পুলিশ এস.আই রফিকুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।