সম্পাদক

তপন দাস, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে কারেন্টের শর্ট খেয়ে একজনের মৃত্যু হয়েছে । সোমবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

জানা যায় মাছের পোনা ব্যবসায়ী উৎছলের মাছের প্রজেক্টে কারেন্টের শর্ট খেয়ে তহিদুল ইসলাম (৫৫) নামের এক জনের মৃত্যু হয়। জানা গেছে, বিওপি বাজার সংলগ্ন নান্নু পাগলা নামে একজনের জমিতে তার ভাতিজা উৎছল মাছের পোনার প্রজেক্ট তৈরী করে ব্যবসা চালিয়ে আসছে। সেখানেই কাজ করতো বিওপি বাজার ডাঙ্গাপাড়া এলাকার মৃত খলিলারের পুত্র তহিদুল ইসলাম । সোমবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যয় কাজ করতে এসে প্রজেক্টেই বিদ্যুতের শর্ট সার্কেটে তার মৃত্যু হয়। এতে তার দুটি হাত পুরে যায়।

এবিষয়ে উক্ত প্রজেক্ট এর মালিক উৎছল এর সাথে কথা বলার জন্য একাধিক বার যোগাযোগ করা হলে ও তার সাথে কথা বলা যায় নি এবং তার বাসায় গিয়ে ও কাউকে পাওয়া যায় নি এবিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তা বলেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখে এবং মৃত ব্যক্তির পরিবারের কোন প্রকার অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মৃতদেহটি দাফন করার জন্য তুলে দেয়া হয়েছে।