
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ মশক নিধন কার্যক্রম শুরু করেছে। পৌর এলাকার বিভিন্ন ড্রেন ও এডিস মশার লাভা জন্ম নিতে না পারে সেসব জায়গায় ফগ মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে।
রবিবার(২৩জুলাই) নলছিটি পৌর কতৃপক্ষ পৌরসভা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কাজ করেছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মীর বহর, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ফিরোজ আলম খান, আবদুল্লাহ আল মামুন, দিলরুবা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন মীর বহর বলেন, নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম করা হয়েছে আজ থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফগ মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে মশা নিধন চলবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.