ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার চাঁদপুর ইউনিয়ন হতে ৩০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।


তজুমদ্দিন থানার এসআই(নিঃ) মোঃ রিসাত হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭ জুলাই সকাল ৯:২০ ঘটিকায় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়ন ০৯নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ আব্দুর রহিম নামক এক যুবকের কাছ থেকে ৩০০(তিনশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।