
আশিকুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কৃষ্টি- সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে গঠিত সংগঠন 'ঐতিহ্য নেত্রকোণা' র কেন্দ্রীয় সংসদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে নেত্রকোণা জেলা শহরের মসজিদ কোয়ার্টার এ কো-অপারেটিভ ব্যাংক সংলগ্নে সংগঠনের প্রধান সমন্বয়ক ও নেত্রকোণা গণগ্রন্থাগারের সহ-সভাপতি অ্যাডভোকেট আঃ হান্নান রঞ্জনের সভাপতিত্বে এবং সমন্বয়ক আনোয়ার জহির লিটনের সঞ্চালনায় 'ঐতিহ্য নেত্রকোণা' র কেন্দ্রীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদ কার্যালয় উদ্বোধন করা হয়।
এতে সংগঠনের লক্ষ-উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সমন্বয়ক কবি এমদাদ খান, সাবেক ব্যাংকার ও লেখক, কবি-সাহিত্যিক রতীশ মজুমদার উজ্জ্বল প্রমূখ।
এ সময় সংঠনের সমন্বয়ক অ্যাডভোকেট সাজ্জাত হোসেন, নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ খোরশেদ আলম খান, ব্যাংকার হাবিবুর রহমান,বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি শামীম তালুকদার, সাংবাদিক সুস্থির সরকার, কবি মাজেদুল হক, কবি শামসুদ্দোহা ফরিদ, সাংবাদিক মোঃ মহিউদ্দিন,কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদ, বিকাশ চন্দ্র সরকার, মেহেদী হাসান সামাদ সাংবাদিক আশিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.