ওমর ফারুক
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ মোঃ মেহেদি সিকদার (২০) নামের এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুমারখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নলছিটি দপদপিয়া ইউনিয়নের কুমারখাালি এলাকায় মাদক বেঁচাকেনা হচ্ছে সেই মর্মে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মাইনুল ইসলাম অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
মোঃ মেহেদি সিকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের নর-উত্তমপুর এলাকার মোঃ মকবুল সিকদারের ছেলে। নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানিয়েছেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

