
নিউজ ডেস্ক:
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে ঢাকায় আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বৈঠকে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আমরা ইসির প্রস্তুতি সম্পর্কে জেনেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।
এ সময় বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গেও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পিটার ডি হাস।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আরপিও, নতুন দল নিবন্ধন ও গত কয়েকটি নির্বাচন নিয়ে কমিশনের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। নির্বাচন নিয়ে বড় সংকট রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটার সমাধান করা জরুরি।
এর আগে, বেলা ১১টা ১০ মিনিটে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে তার অফিস কক্ষে প্রবেশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস। বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.