
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।
মঙ্গলবার (১আগষ্ট) ভোরের দিকে পৌর শহরের রেলগেট থেকে ২ শত মিটার উত্তরে শালকি ব্রীজের কাছে এ ঘটনাটি ঘটে। তবে নিহত যুবকের পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানান, চিলাহাটি স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে ভোরের দিকে। ট্রেনটি ডোমার আসার পথে শালকী রেল ব্রীজের কাছে আসলে যুবকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সে। এতে তার একটি হাত দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে অনেকেই জানান।
কয়েকদিন থেকে বাজারে ভিক্ষা করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।পরিচয় পাওয়া না যাওয়ায় মরদেহটি সৈয়দপুর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও স্থানীয়রা নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.