ওমর ফারুক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত বৃহত্তম ছিটমহল দাসিয়ারছড়ায় ৩১ জুলাই সোমবার ছিটমহলের স্বাধীনতার ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কামালপুর বাজারে রাত সাড়ে ৮টায় রেলি, সাড়ে ১১ টায় আলোচনা সভার ও ১২ টা ১ মিনিটে ৬৮ টি মোমবাতি জ্বালিয়ে কেক কাটার মধ্য দিয়ে নবম বছরে পদার্পণ করে। স্বল্প পরিসরে হলেও আনন্দটা ছিল অনেক জাকজমকপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ ভারত ছিট মহল বিনিময়ের সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় ছিট মহলের সভাপতি মফিজার রহমান।

বাংলাদেশ ভারত ছিট মহল সমন্বয়কারী নীলফামারী জেলা সভাপতি কায়কোবাদ হোসাইন,কামালপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান, দাসিয়া সরার সমন্বয়ে পড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কাম কমিটির সভাপতি জুলহাস মন্ডল, কানু মন্ডলসহ এলাকাবাসী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামালপুর এম এইচ উচ্চ বিদ্যালয়ের সহ:শিক্ষক হুমায়ুন কবির।

উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশের ১৫২ টি ছিটমহল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিটমহলবাসীর জীবনে সূচিত হয় নতুন দিগন্তের। অবসান হয় ছিটমহলবাসীর ৬৮ বছরের বন্দীদশার। উন্নয়নের মূলধারায় যুক্ত হয় ছিটমহলগুলো।