
মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাঙ্গুনীয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী, রক্তদাতা, আত্বমানবতার সংগঠন 'মানবিক রাঙ্গুনিয়া'র উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ ই জুলাই রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর ছোট ভাই, ইডেন নুর ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ।
মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা মোঃ মঈন উদ্দিন মহিরের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলামের সন্ধালনায় এতে উদ্বোধক ছিলেন এসোসিয়েশন অফ এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-১০২৪ এর আন্তর্জাতিক ডিরেক্টরলায়ন মোহাম্মদ জাফর উল্লাহ এম.জে.এফ, প্রধান বক্তা হিসেবে ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, নাহার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, মুসাইদাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন আবু হাসান, এশিয়ান বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী, শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ এরশাদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রবিউল হোসেন রবি, এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুর সবুর, কিংডম পরিবার এর প্রতিষ্ঠাতা মহিউল ইসলাম মহিন প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার হত দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে ৫ টি হুইল চেয়ার, ২জন প্রবীণ শিক্ষক সম্মাননা, ৫ জন সফল কৃষক কে সম্মাননা, একজন সর্বকনিষ্ঠ কোরআনে হাফেজ কে সম্মাননা ও প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.