ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান,নরসিংদী সদর প্রতিনিধি:


নরসিংদীতে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি সহ ডাকাতি প্রস্তুতিকালে ১১ জন ও ৫৮ কেজি গাঁজা সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ আগস্ট) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টায় শিবপুর থানাধীন কারারচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক দেশীয় অস্ত্র ও একটি ট্রাকসহ পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।

অপর দিকে শিবপুর থানাধীন সাধারচর এলাকায় গত ২৪ জুন একটি বাড়ি হতে ডাকাতির ঘটনা ঘটে, এসময় ঐ বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায় ডাকাতদল, পরে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জড়িত ৬ আসামিকে লুণ্ঠিত ১টি মোবাইল সহ গ্রেফতার করে।
এই ঘটনায় ডাকাতদলের দুইজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে বলেও জানান তিনি।

এছাড়া মঙ্গলবার রাতে সদর থানার কাউরিয়াপাড়া, ভেলানগর মাইক্রোস্ট্যান্ড এলাকা ও শিবপুর থানার ইটাখোলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৫৮ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোট ১৫ জনের বিরুদ্ধে আগেও দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।