
তপন দাস, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে ৬ পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে।
মঙ্গলবার রাত নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া কাচাারী এলাকায় বাছুরটি জন্ম গ্রহণ করে।
জানা যায় উপজেলার বামুনিয়া কাচারী এলাকার রাজমিস্ত্রী মনছুর আলীর (৬৮) বাড়িতে এই অলৌকিক ঘটনাটি ঘটে।
বাছুরটির সাধারণ গরুর বাছুরের মতো চার টি পা থাকলেও তার ঘাড়ের ওপর আরো ২ টি অতিরিক্ত পা রয়েছে এবং বাছুরটির মলদ্বার ও নেই বলে জানা যায়।
বাছুরটির মালিক মনছুর আলী বলেন আমি গত এক বছর আগে এই গরুটি বাজার থেকে কিনে আনি, কিনে আনার কিছু দিনের মধ্যে গরুটি গাভীন হয় এবং গতকাল মঙ্গলবার রাতে গরুটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়।
তিনি আরো বলেন বাছুরটি হওয়ার পর আজ সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসক সেখানে সার্জারির মাধ্যমে বাছুরটির মলদ্বারের পথটি খুলে দেন।
এবিষয়ে ডোমার উপজেলা প্রাণি সম্পদের উপ - সহকারী কর্মকর্তা ( সম্প্রসারণ) মোহাম্মদ মোমিনুর রহমান বলেন এটি একটি জন্ম গত ত্রুটি। শারীরিক ভাবে বাছুরটি সুস্থ আছে আর অতিরিক্ত পা দুটি তেমন কোন সমস্যা করবে না।
এমন একটি বিরল ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাছুরটিকে এক নজর দেখার জন্য ভীর জমাচ্ছিল হাজার উচ্ছুক জনতা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.