ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার মেঘনা বঙ্গোপসাগরের মোহনায় ঝড়ের কবলে পড়ে সাত জেলে সহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।
সাত ট্রলারের মধ্যে বঙ্গোপসাগরে তিনটি, সাগরের মোহনায় দুইটি, দৌলতখানের মেঘনায় একটি ও সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীর মাঝের চর সংলগ্নে একটিসহ মোট ৭ জেলে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
সাত ট্রলারডুবির মধ্যে ছয়টি বঙ্গোপসাগরের নিম্মচাপের প্রভাবে ডুবেছে। অপর একটি ডুবেছে কার্গো জাহাজের ধাক্কায়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম কামরুল ও ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মোঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

