
নিউজ ডেস্ক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাড়িতে মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২ আগস্ট) প্রথম প্রহরে রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এই অভিযান চালানো হয়। একই সঙ্গে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ারও অভিযোগ করেছেন নুর।
অভিযানের সময় ফেসবুকে বেশ কয়েকবার লাইভে আসেন ডাকসুর সাবেক ভিপি। ভিডিওতে, নুরের ফ্ল্যাটের দরজা ভেঙে কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
লাইভে নুর বলেন, রাত ২টায় দরজা ভেঙে ডিবি পুলিশ আমার বাসায় নারকীয় তাণ্ডব চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে একজন এসেছিলেন বলেও জানান তিনি।
একই সঙ্গে পুলিশ তার বাসার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেন নুর।
তবে বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন। তিনি বলেন, এই তথ্য সঠিক নয়। অভিযান চালিয়ে এমন কাউকে তুলে আনা হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.