
আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি:
ঢাকার যাত্রাবাড়ী বড় মাদরাসার ফজিলত প্রথম বর্ষের শিক্ষার্থী হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পুলিশের নিরাপত্তায় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ নেত্রকোনা।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় নেত্রকোনা বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বরে পরিষদের আহবায়ক মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের নেতা ও সম্মিলিত ইসলামি ছাত্র পরিষদ নেত্রকোনা এর উপদেষ্টা মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী বলেন, ক্ষমতাসীন দলের কর্মীগণ শুক্রবার গুলিস্তানে শান্তি সমাবেশের নামে যে নৈরাজ্য ও সন্ত্রাস কায়েম করেছে তাতে প্রাণ হারায় নিরীহ মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করিম।
সমাবেশের নামে এধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড মুলত: ক্ষমতাসীনদের ভাবমূর্তিই ক্ষুন্ন করেছে।
তিনি আরোও বলেন, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, অন্যথায় ছাত্র সমাজ সারাদেশে রাজপথে নেমে আসতে বাধ্য হবে, মনে রাখবেন, ছাত্ররা যেখানে রক্ত দিয়েছে সেখানে ইতিহাস সৃষ্টি হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আলম মঞ্জরী, মাওলানা কাজী হাবিবুল্লাহ, মাওলানা ইউসুফ শেখ জিহাদ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রিদওয়ানুল হক মাইমুন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা সারওয়ার, হাফেজ আতাউল্লাহ, মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র নেতা রিদওয়ান আহমাদ ও হাফেজ আব্দুল মোতালিব প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.