
মোঃ জাকির হোসেন,ঠাকুরগাঁও সদর( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
অবশেষে ২১ বছর পর চালু হল ঠাকুরগাঁওয়ের রেশমকারখানা। যার নতুন নাম দেওয়া হয়েছে সুপ্রিয় রেশম কারখানা।
বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কারখানার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মাহবুব উল হক,চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোদ্দাচ্ছের হোসেন, জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মামুন অর রশিদ,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ২ মাস আগে রেশম বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে কারখানাটি লিজ নেয় জেলার সুপ্রিয় গ্রুপ। রেশম উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, ১৯৭৫-৭৬ অর্থবছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় সাড়ে তিন একর জমিতে নির্মাণ করা হয় কারখানাটি।
জাতীয়করণ করা হয় ১৯৮১ সালে। পরে ২০০২ সালে তৎকালীন সরকার লোকসানের অজুহাতে বন্ধ করে দেয় কারখানাটি
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.