ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (জাত-ব্রি-৮৭) “সমলয়ে” চাষাবাদের ব্লক প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট ) মনোহরদী উপজেলার পৌরসভা ব্লকের অর্জুনচর দক্ষিণপাড়া গ্রামের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আজিজুর রহমান।

এসময প্রধান অতিথি বলেন, ধান চাষে কৃষি যান্ত্রিকীকরণ যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। ফসল কাটার সময় শ্রমিক সংকট এখন নিত্যবছরের সমস্যা। আর এই কৃষি শ্রমিক সংকট নিরসনের একটা সমাধান হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ।

আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি জমিতে চাষাবাদ করতে পারে। কৃষিকে আধুনিক ও লাভজনক করার জন্যই সমবায় ভিত্তিক “সমলয়” চাষ পদ্ধতি। একটি মাঠের কিছু অংশের সকল কৃষক সবাই মিলে একই ধান, একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করবেন।

এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপন ও ধান কর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমলয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। সমলয় চাষে একসঙ্গে রোপণ করা, একসঙ্গে ধান কাটা ও একসঙ্গে ধান মাড়াই করার ফলে সময়, শ্রম ও খরচ কম লাগবে। এ ক্ষেত্রে আপনারা লাভবান হবেন।

অনু্ষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সালাহউদ্দিন টিপু,জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা ডঃ মাহবুবুর রশিদ,জেলা কৃষি প্রকৌশলী রবিউল আউয়াল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোহাম্নদ জিয়া উদ্দিন,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমূখ।

এসময় মনোহরদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার,১নং পৌর কাউন্সিলর ও কৃষক মোজাহেদ উদ্দিন বাবুল,উপজেলা ডিকেআইবি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেবা সুলতানা, কৃষক-কৃষাণী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,খরিপ-২ রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভার এই ব্লকে ৭১জন উপকারভোগী কৃষক ৫০ একর জমিতে সমলয় চাষ করছেন।

উক্ত ব্লক প্রদর্শনীর দায়িত্বে আছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল।