ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী সদর প্রতিনিধি:


একাবিংশ শতাব্দীতে এসে আধুনিক বিশ্বের অধিকাংশ মানুষ যখন অনলাইন মুখী, তখন পিছিয়ে নেই জেলা নরসিংদী।

প্রতিনিয়ত এ-জেলার বিভিন্ন গ্রাম-অঞ্চল গুলো থেকে উঠে আসছে একের পর এক উদ্যোক্তা, আর এসকল উদ্যোক্তাদের একত্রিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম।

তেমনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক-উদ্যোক্তা গ্রুপের আয়োজনে নরসিংদীর উদ্যোক্তাদের আরো উৎসাহিত করে তুলতে নরসিংদীতে দিন ব্যাপী আয়োজন করা হয়েছে উদ্যোক্তা মেলার।

শুক্রবার (৪ঠা আগষ্ট) সকাল থেকে শহরের একটি রেস্টুরেন্টে ফেসবুক গ্রুপ ক্রয়-বিক্রয় গ্রুপ নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই মেলার।

ক্রয়-বিক্রয় গ্রুপ নরসিংদীর এডমিন রায়হানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় অর্ধশত উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন বিজনেস প্লাটফর্মের ৬জন সফল উদ্যোক্তা অনলাইন বিজনেস সম্পর্কে সকলের মধ্যে গঠনমূলক আলোচনা করেন।

অন্যদিকে নিজহাতে তৈরি নকশীকাঁথা, মাশরুম, শিমুল তুলা সহ বিভিন্ন প্রকারের মশলা ও ইলেকট্রনিকস পণ্য নিয়ে মেলায় হাজির হন অনলাইন উদ্যোক্তারা, এসব দেখে অনলাইন বিজনেসের দিকে ঝুঁকছে অনেকেই।

২০২০ সালের জুলাই মাস থেকে পথচলা শুরু ক্রয়-বিক্রয় গ্রুপ নরসিংদীর, বর্তমানে যার নিবন্ধন্দিত উদ্যোক্তার সংখ্যা প্রায় চারশতাধিক, এর মাধ্যমে প্রতিনিয়ত নতুন উদক্তা তৈরি করে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আরোও ভালো হবে বলে বিশ্বাস আয়োজকদের, আশাবাদী সরকারি সহায়তা পেলে আরো এগিয়ে যাবে এই খাত।