সম্পাদক
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:
আজ শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
দিনের ভোট রাতে নিয়ে সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। গোটা দেশবাসী আজ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। অবিলম্বে এই জালেম সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যারা হিরো আলমকে সহ্য করতে পারে না তাদের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের হতে পারে না।কারাবন্দি মাওলানা মামুনুল হকসহ আটককৃত আলেম ওলামাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ, ২৬ আগষ্ট ও ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আজিজুল ইসলাম হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, খালেদ ছাইফুল্লাহ, মাওলানা ছানা উল্লাহ আমিন, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা সুলতান আহমদ, মাওলানা নেয়ামত উল্লাহ আমিন।
ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দীন বলেন, এই জালেম অত্যাচারী সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিনি বলেন, দলের মহাসচিব মাওলানা মামুনুল হককে দীর্ঘ ২৭ মাস যাবত কারাবন্দি রাখা হয়েছে। মামুনুল হককে মুক্ত না করে দেশে নির্বাচন হতে দেয়া হবে না।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা সি-িকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। বাণিজ্য মন্ত্রী সি-িকেট ভাংতে পারেনি। তিনি অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকরী উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। মহাসচিব জালালদ্দীন বলেন,সম্প্রতি আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষে দু’পক্ষের সংঘর্ষে যাত্রাবাড়ী মাদরাসার ছাত্র হাফেজ রেজাউল করিমকে নির্র্মমভাবে হত্যা করেছে। অবিলম্বে হাফেজ রেজাউল করিমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

