
নিউজ ডেস্ক:
আমাদের দেশে বিবাহিত জীবনের কিছু ব্যাপার নিয়ে একদমই আলোচনা হয় না। সহবাসের পরে রক্তপাত-তার মধ্যে একটি।কুসংস্কার ও না জানার কারণে মাঝে মাঝেই আমরা করুণ মৃত্যুর খবর পাই,অথচ একটু সচেতনতা এ জীবন গুলো বাঁচাতে পারতো।এটি লজ্জাজনক কোন ব্যাপার নয়,খুবই সাধারণ ব্যাপার। বরঞ্চ আপনার অহেতুক লজ্জা আপনার প্রিয়জনের মৃত্যুর কারণ হতে পারে।
যা করা উচিতঃ
১) সুস্থ শারীরিক সম্পর্কে আপনার পার্টনারের সম্মতির সাথে সাথে তার শারীরিক অবস্থা বিবেচনা করুন।
২) অবস্থা যদি নিতান্ত খারাপ হয়ে যায়, ব্লিডিং কন্ট্রোল হচ্ছেনা, ,দেরী না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন।
৩) সতিচ্ছেদ কুমারী মেয়ের নাও থাকতে পারে,এর শতকরা হার অনেক।বিভিন্ন খেলাধূলা,এমনকি গাছে চড়ার সময়েও এটি ছিড়ে যেতে পারে।
৪) শারীরিকভাবে মিলন করার আগে সংঙ্গীকে মানসিক ভাবে প্রস্তুত হতে সময় দিন।
৫) রেপ হলেই যে রক্তে ভাসে তা না, বৈধ রিলেশনেও রক্তে ভাসে অনেকে,তা অনেক ক্ষেত্রে লজ্জায় সামনে আসেনা।
৬) শারীরিকভাবে মিলন করার আগে প্রয়োজনে গাইনীকোলজিস্টের পরামর্শ নিন।
আপনার সচেতনতাই পারে অকাল মৃত্যু রোধ করতে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.