
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৩ইং বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৫ আগষ্ট ২০২৩ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় কালীগঞ্জ ক্যডেট একাডেমীতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এড. সাদেকুর রহমান ও এস এম ইকবাল হোসেন এর যৌথ সঞ্চলনায় সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র কালীগঞ্জ পৌরসভা ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোঃ আনিসুল রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুহাম্মদ সাদেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৩ইং সর্বমোট ৫০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে, তার মধ্যে ৩০০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। সর্ব মোট ১৫ টি স্কুল বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ট্যালেন্টপুল :১০০ জন। সাধারণ গ্রেড:২০০ জন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইফতোখারুল ইসলাম এজাজ,জেলা সমবায় অফিসার শরিয়তপুর। নার্গিস সুলতানা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪,৫,৬ নং ওয়ার্ড কালিগঞ্জ। কাউসার আলম জুয়েল, ম্যানেজার প্রাইম ব্যাংক লিঃ হেড অফিস ঢাকা। মোঃ আজিজুর ইসলাম মানু, সভাপতি কাশিমপুর মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন : খোকন মাষ্টার, এস,এম ইকবাল হোসেন, আনাছুর রহমান মন্ডল, সভাপতি সদর মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী, সভাপতি পুবাইল মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। মোঃ আলমগীর কবির, সভাপতি বাসন মেট্রো থানা কেজি স্কুল এসোসিয়েশন। রয়েল খান , সাবেক চেয়ারম্যান বি আর ডিবি কালীগঞ্জ উপজেলা। আলহাজ্ব আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। দিলিপ কুমার সাহা, সহ সভাপতি কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। দিলিপ চন্দ্র বণিক, সভাপতি নাগরী ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন রেজাউল হক, সভাপতি কালীগঞ্জ পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশন। হাসিনা খাতুন, সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌর কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.